logo
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩১ আগস্ট ২০২৫, ০৭:১১ এ.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে এগারটা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন একটি বাসায় দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী ভাড়া থাকতেন। ওই রাতে বাসায় প্রবেশ করা নিয়ে দারোয়ানের সঙ্গে তার বাকবিতণ্ডার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত বড় আকার ধারণ করলে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত তিনটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ